দৃষ্টি নিউজ:
‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রসাশন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ জিএম ফারুক হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েল। এ সময় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দর রাজ্জাক, জেলা রেস্তোরা ও মিষ্টি ব্যাবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মাসুদ রুবল প্রমুখ।