দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও জনপ্রশাসন পদক বিতরণ করা হয়েছে। পদক প্রাপ্তরা হচ্ছেন, টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) আব্দুর রহিম সুজন ও সাবেক সহকারি কমিশনার (ভূমি) সানোয়ারুল হক।
রোববার(২৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আদালত চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ মুনির হোসেন। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান, প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, সাংস্কৃতিক সংগঠক হারুন অর রশীদ, পরিবেশ কর্মী রতন সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন। শেষে টাঙ্গাইল জেলার বিভিন্ন উন্নয়ন ও বিনোদন মূলক কার্যক্রমে অবদান রাখার জন্য টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক এবং বর্তমান যুগ্ন সচিব মো. মাহবুব হোসেনসহ চারজনকে জনপ্রশাসন পদক প্রদান করা হয়।