দৃষ্টি নিউজ:

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরণে টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৪ জুলাই) দুপুরে শহরের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো. ইব্রাহিম মোল্লা,আহ্সান খান আছু, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সলিমুল্লাহ দুলাল, সদস্য সচিব কায়ছার রেজভী, জেলা জাপা নেতা আলমগীর হোসেন, মজিবুর রহমান খাঁন প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শহরের বিভিন্ন পথচারী ও অটোরিকশা চালকদের মাঝে খাবার বিতরণ করা হয়।