দৃষ্টি নিউজ:
‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেবো বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
এ উপলক্ষে বুধবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিশু অ্যাকাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেসার উদ্দিন জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পাল, সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু আদনান, জেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ। শেষে অতিথিরা জেলা সদরের ৩নং ডিসিলেকে পোনা মাছ অবমুক্ত করেন।