দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে রোববার(১৯ নভেম্বর) বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল শহরের হাউজিং এলাকায় অবস্থিত জেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সহ-সভাপতি মো. শাহজাহান মোল্লা।
জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাপ্তাহিক পাপিয়ার প্রধান সম্পাদক মো. সেলিম তরফদার, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএননিউজ’র জেলা প্রতিনিধি খায়রুল আজীম মিল্টন, জেলা ইউনিটের দপ্তর সম্পাদক মাহমুদুল হক খান আরিফ, দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু প্রমুখ।
মতবিনিময় সভায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য মো. শাহজাহান মোল্লা জেলা ইউনিটের কর্মকান্ড গতিশীল করতে নানাবিধ প্রস্তাব ও সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।