দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
সোমবার(১৫ আগস্ট) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বঙ্গবন্ধু কর্ণারে প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মোছাম্মৎ মনিরা সুলতানা, বিদ্যুত আদালতের ম্যাজিস্ট্রেট(যুগ্ম-জেলা ও দায়রা
জজ) বেগম রিজোয়ানা রশিদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামছুল আলম, বেগম ফারজানা হাসানাত, বাদল কুমার চন্দ, আকরামুল ইসলাম, বেগম নওরীন করিম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান, মোছা. রুমি খাতুন প্রমুখ।
পরে মিলাদ ও মোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা ‘৭৫-এর ১৫ আগষ্টে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।