দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রোববার(১০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়(বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহেমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আনিছুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তারী কাদেরী।
সভায় নারী নির্যাতন, বাল্য বিয়ে, যানজট, পাসপোর্ট, মাদক, অবৈধ বালু উত্তোলন, রাস্তাঘাটের দুরাবস্থাসহ জেলার বিভিন্ন সমস্যা ও প্রতিকার বিষয়ে মতামত প্রদান ও পরবর্তী পদক্ষেপ গ্রহনের নির্দেশনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।