দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রোববার(১২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিছুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খোরশেদ আলম অ্যাডভোকেট, টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম, এনএসআই-এর যুগ্ম পরিচালক মো. ওসিউর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি প্রমুখ। সভা পরিচালনা করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন।
সভায় ১২টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।