দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) শহরের শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামন জুয়েল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ জেলা ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে, জেলা বিএনপি ও ছাত্রদলের পদ বঞ্চিতরা শহীদ স্মৃতি পৌর উদ্যানে পৃথক আয়োজনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।