দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে আনুষ্ঠানিক ভাবে জেলা বিএনপি কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২২ সেপ্টেম্বর) সকালে ওই উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
এ উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে উদ্বোধনীসভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, ওবায়দুল হক নাসির। জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মহিলা দল, কৃষক দল, শহর ও থানা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৭ সালের চলমান ১/১১র সময়কালে তৎকালীন টাঙ্গাইল মেইন রোডস্থ জেলা বিএনপি কার্যালয় ভাংচুর ও উচ্ছেদ করা হয়। এরপর শহরের ভিক্টোরিয়া রোডস্থ পৌর মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান ভাড়া নিয়ে এ কার্যালয় পরিচালিত হচ্ছিল।