প্রথম পাতা / ছবি /
টাঙ্গাইলে জেলা শিল্পকলা সম্মাননা পেলেন ২৫ বিশিষ্টজন
By দৃষ্টি টিভি on ১৪ মার্চ, ২০২২ ৮:০৭ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:

শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য টাঙ্গাইলে ১২ ক্যাটাগরিতে পাঁচ বছরের মনোনীত ২৫ জন বিশিষ্ট জনকে জেলা শিল্পকলা সম্মাননা দেওয়া হয়েছে। রোববার (১৩ মার্চ ) রাতে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনের মনোনীত গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
২০১৭ সালের মনোননীতরা হচ্ছেন- আবৃত্তিতে বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, সৃজনশীল সংগঠনক বীরমুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু, নাট্যকলায় বীর মুক্তিযোদ্ধা এএম এনায়েত করিম, কণ্ঠসঙ্গীতে আবু বকর সিদ্দিক, চারুকলায় রনজিৎ দাস।
২০১৮ সালের মনোননীতরা হচ্ছেন- নাট্যকলায় দুলাল আনোহলী, কণ্ঠসঙ্গীতে মো. সামছুজ্জামান দারু, চারুকলায় জাহিদ মুস্তফা, যাত্রা শিল্পে মো. নুরুল ইসলাম (নুরু), নৃত্যকলায় সুরাইয়া আক্তার পপি।
২০১৯ সালের মনোননীতরা হচ্ছেন- সৃজনশীল সংগঠক হিসেবে এসএম সিরাজুল হক আলমগীর, নাট্যকলায় নিতাই লাল গৌড়, আবৃত্তিতে দেবাশীষ কুমার দেব, কণ্ঠসঙ্গীতে ফিরোজ আহমেদ বাচ্চু, ফটোগ্রাফিতে ইকবাল হোসেন।
২০২০ সালের মনোননীতরা হচ্ছেন- লোক সংস্কৃতিতে রায়েজ উদ্দিন, চলচ্চিত্রে সারোয়ার তমিজউদ্দিন, কণ্ঠসঙ্গীতে আলপনা রায়, সৃজনশীল সংস্কৃতিতে গবেষক মো. ইউসুফ আলী মিয়া (তরুণ ইউসুফ), নাট্যকলায় শাহ মো. ইছরাইল।
২০২১ সালের মনোননীতরা হচ্ছেন- কণ্ঠসঙ্গীতে মো. কুদরত মাহমুদ, নাট্যকলায় রতন কুমার দত্ত, চারুকলায় খন্দকার হুমায়ুন কবির, যন্ত্র সংগীতে ছানোয়ার হোসেন ও যাত্রা শিল্পে মিনা ইসলাম।
টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক(১) বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচালার অফিসার মো. এরশাদ হাসান।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে
-
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
-
বাসাইলে আড়াই লাখ টাকার চায়না জাল ধ্বংস
-
গণতন্ত্র মঞ্চের রোড মার্চ টাঙ্গাইলে নির্ধারিত সমাবেশ করতে পারেনি
-
কালিহাতীতে মাদ্রাসার ভূমি জবরদখল ॥ উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
-
বাসাইলে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু
-
টাঙ্গাইলে নিষিদ্ধ অনলাইন স্ক্যামিংয়ের ভয়াল থাবা!
-
তীব্র গরমে শিশুদের খেলার আয়োজন করা ঠিক হয়নি :: ক্রীড়া প্রতিমন্ত্রী
আপডেট পেতে লাইক করুন
