দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের পুলিশ লাইনের হরিজন পল্লীর পাঁচটি ঘরের দেয়াল ধসে পাশের লৌহজং নদীতে পড়ে গেছে। সম্প্রতি টানা বৃষ্টির ফলে ঘরগুলোর দেয়াল ধসে পড়ে।
জানাগেছে, সাম্প্রতিক টানা বর্ষণের ফলে পুলিশ লাইন হরিজন পল্লীর প্রকাশ হরিজন, রূপলাল হরিজন, বাবুলাল হরিজন, গোপাল হরিজন ও বলাই হরিজনের বসত:ঘর ধসে পাশের লৌহজং নদীতে পড়ে যায়।
পুলিশ লাইন হরিজন পল্লীর সভাপতি বাবু লাল হরিজন ও সাধারণ সম্পাদক রূপলাল হরিজন জানান, সাম্প্রতিক সময়ে টানা বর্ষণে লৌহজং নদী ঘেষা তাদের বসত ঘরগুলো স্যাতস্যাতে হয়ে ওঠে। শনিবার(২১ অক্টোবর) বিকালের দিকে ঘরগুলোর নদী ঘেষা দেয়াল ধসে নদীর পানিতে পড়ে যায়। তিনি জানান, তারা অতিকষ্টে ঘরগুলোতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। ধসে যাওয়ায় তাদের বসবাসের আর কোন উপায় রইল না।
