ইমরুল হাসান বাবু:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটবাইপাসে শুক্রবার(২৮ জুলাই) সকালে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী জাকিয়া মাহমুদ(৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সুলতান মাহমুদ(৪৫) আহত হয়েছেন। নিহত জাকিয়া মাহমুদ বাসাইল উপজেলার হাবলা টেঙ্গুরিয়াপাড়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী।
টাঙ্গাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্র্শক(এএসআই) আশরাফুল মৃধা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে সুলতান মাহমুদ মোটরসাইকেলযোগে তার স্ত্রী জাকিয়া মাহমুদ ও মেয়ে ইসমত মাহমুদকে নিয়ে করটিয়া হাটবাইপাসে মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বালিভর্তি ট্রাক চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই জাকিয়া মাহমুদ নিহত ও তার স্বামী সুলতান মাহমুদ আহত হন। জাকিয়া মাহমুদের মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।