আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ৯:০৪
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে ঘাটাইল উপজেলার সিংগুরিয়া ব্রিজের উপর সোমবার(২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই সহোদর সহ তিন জন নিহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে রশিদ(১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না(২০) ও তার ভাই সৌরভ (১৫)। নিহতরা সবাই মোটরসাইকেলের আরোহী।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে ফ্রেশ কোম্পানীর একটি ট্রাক সিংগুরিয়া ব্রিজের উপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী মারা যান।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব পাল চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়।

এরমধ্যে রশিদ নামে এক কিশোর হাসপাতালে আনার আগেই নিহত হন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পথে তিনিও মারা যান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়