আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ২:৪৩
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে ট্রাক-লরি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামকস্থানে বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) সকালে ট্রাকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহত ট্রাক চালক নয়ন মিয়া (২২) চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রশিদনগরের তরিকুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী আয়বুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী ট্রাকের চালক নয়ন মিয়া নিহত হন। এ ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও লরি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়