আজ- মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২ | রাত ১১:০৬
১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে ট্রাক সহ ছয়টি চোরাই গরু উদ্ধার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কাগমারী পাড়া থেকে ট্রাক সহ ছয়টি চোরাই গরু উদ্ধার ও আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আকটকৃতরা হচ্ছেন- ঘাটাইল উপজেলার ডাকিয়া পটল গ্রামের আজমত আলীর ছেলে হাবেল(২২) ও ভূঞাপুর উপজেলার ফসলান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে ট্রাক চালক আলমগীর হোসেন(৩২)।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মাহমুদুল হক জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে বুধবার (১৩ জানুয়ারি) রাতে ভূঞাপুর উপজেলার কাগমারী নামকস্থানে ট্রাক থেকে গরু নামাতে দেখে টহল পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে গরু চুরির বিষয়টি বেড়িয়ে আসে।

পরে ট্রাক ও ট্রাকে থাকা ছয়টি গরু ও দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা আন্ত:জেলা গরু চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, গরুর মালিককে খোঁজা হচ্ছে। মালিক পেলে আইনি প্রক্রিয়া শেষে গরু হস্তান্তর করা হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়