দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কাগমারী পাড়া থেকে ট্রাক সহ ছয়টি চোরাই গরু উদ্ধার ও আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আকটকৃতরা হচ্ছেন- ঘাটাইল উপজেলার ডাকিয়া পটল গ্রামের আজমত আলীর ছেলে হাবেল(২২) ও ভূঞাপুর উপজেলার ফসলান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে ট্রাক চালক আলমগীর হোসেন(৩২)।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মাহমুদুল হক জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে বুধবার (১৩ জানুয়ারি) রাতে ভূঞাপুর উপজেলার কাগমারী নামকস্থানে ট্রাক থেকে গরু নামাতে দেখে টহল পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে গরু চুরির বিষয়টি বেড়িয়ে আসে।
পরে ট্রাক ও ট্রাকে থাকা ছয়টি গরু ও দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা আন্ত:জেলা গরু চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, গরুর মালিককে খোঁজা হচ্ছে। মালিক পেলে আইনি প্রক্রিয়া শেষে গরু হস্তান্তর করা হবে।
