দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর সদর উপজেলার বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় মঙ্গলবার(২২ অক্টোবর) সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, এদিন সকালে হাঁটতে আসা কয়েকজন ওই স্থানে অজ্ঞাত ব্যক্তির(৬০) মরদেহ দেখতে পান। তারা এগিয়ে গিয়ে ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে মির্জাপুর রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা ঘটনাস্থলে যান। কোন ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে তা তারা নিশ্চিত হতে পারেনি।
মির্জাপুর রেল স্টেশনের মাস্টার কামরুল হাসান জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে এদিন সকাল ৬টা ৪১ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন অতিক্রম করেছিল। জয়দেবপুর রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।