দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর এবং কালিহাতী উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কালিহাতীর জোকারচর এলাকায় পৌঁছলে এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। নিহতের বয়স আনুমানিক ১৫ বছর।
অপরদিকে, মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকালে উপজেলার কুর্ণী এলাকায় পৌঁছলে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।