আজ- শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১ | ভোর ৫:৪০
২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১
২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে ঢাকাটাইমস’র জন্মদিন পালিত

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-70
টাঙ্গাইলে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের পঞ্চম বর্ষপুর্তি ও ষষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।   বেলা সাড়ে ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে কেক কাটা হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহম্মেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন  নিউজ পোর্টালের সাংবাদিকদের সাথে উপস্থিত ছিলেন শিক্ষক, আইনজীবি, মানবাধিকার কর্মী, ভিজিটরসহ নানা পেশার মানুষ।
শোভাযাত্রা ও কেক কাটার পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর অনলাইন ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি আগামী দিনেও ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন সম্পাদকের পক্ষ থেকে টাঙ্গাইল প্রতিনিধি।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল জনপ্রিয় এই নিউজ পোর্টালটি। রোববার(১৪ মে) পাঁচ বছর শেষ করে ছয় বছরে পা রাখল এ নিউজ পোর্টাল ।
এদিকে একই দিনে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমান দোলনের জন্ম দিন হওয়ায় একই সাথে সম্পাদকের জন্ম দিনও পালন করা হয়। এসময় সম্পাদকে নিরোপেক্ষ সংবাদ প্রকাশের কথা উল্লেখ করে তার সফলতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়