আজ- সোমবার | ১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১ | বিকাল ৪:৪৬
১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১
১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে তরিকত ফেডারেশনের মানববন্ধন

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা তরীকত ফেডারেশনের উদ্যোগে কুর্শাবেনু গ্রামে নুর হোসেন (নুর শাহ্ ফকির) পীরের খানকা শরীফ, বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার(১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম-সম্পাদক শামীম আল সুরেশ্বরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাউল করিম তালুকদার, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডিএম উজ্জল মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম ভান্ডারী, যুগ্ম-ত্রাণ বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মাইন উদ্দিন দপ্তর সম্পাদক মো. হাবিব, হাজী ময়েজ উদ্দিন, মাওলানা আফজাল কাদরী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের পীর মাশায়েখ, আলেম-ওলামা, মাজার শরীফসহ বিভিন্নস্থানে জামাত-শিবির ও জঙ্গিরা হামলা চালাচ্ছে। নুর হোসেন (নুর শাহ্ ফকির) পীরের খানকা শরীফে ভাংচুরের ঘটনাও জামাত-শিবিরের হামলার একটি অংশ বলে বক্তারা দাবি করেন। এ হামলায় দুই নারীসহ তিনজন গুরুতর আহত হয় বলেও বক্তারা উল্লেখ করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়