দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে তাঁত শ্রমিক রুবেল মিয়াকে হত্যার অভিযোগে রোববার (৯ জুলাই) সকালে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, টাঙ্গাইল সদর উপজেলার উত্তর হুগড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোস্তফা (৬২), একই গ্রামের মৃত মান্নানের ছেলে মাসুদ (৩০) এবং আব্দুল কুদ্দুসের ছেলে সেলিম (৩৫)।
রোববার (৯ জুলাই) সকালে র্যাব-১২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাবের স্কোয়াড কমান্ডার সাদেক আহম্মেদ বলেন, তাঁত শ্রমিক রুবেল মিয়া গত ২৮ জুন রাত থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের তিন দিন পর গত ১ জুলাই সদর উপজেলার উত্তর হুগড়া গ্রামে মাটিচাপা অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে রুবেলের পরিবার তার লাশ সনাক্ত করে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল র্যাব ঘটনাটি তদন্ত করে রোববার (৯ জুলাই) সকালে ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চরমপন্থী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে।
তারা সবাই পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির (লাল পতাকা) সদস্য। গ্রেপ্তারকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে এবং পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটায় বলে তারা র্যাবকে জানিয়েছে। তারা এ ঘটনার সাথে জড়িত আরো দুইজনের নাম বলেছে। বর্তমানে তারা পলাতক রয়েছে।