দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা ছাত্র দলের উদ্যোগে বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস নানা কর্মসীচর মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, দোয়া মাহফিল, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ইত্যাদি।
টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আহমেদুল হক শাতিল, সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহীন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কাজী শফিক লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।