আজ- শনিবার | ২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১ | ভোর ৫:৩০
২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১
২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে তিনটি গুরুত্বপূর্ণ সমস্যায় করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক

দৃষ্টি নিউজ:

oppo_2

টাঙ্গাইল জেলা পরিষদের হলরুমে শহরের তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ ফেব্রুয়ারি) ডিআই’র সহযোগীতায় শহরের যানজট-জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) শামছুন নাহার স্বপ্না।

 

 

 

 

 

 

 

মাল্টিপার্টি অ্যাডভোকসি ফোরাম এমএএফ এর সহ-সভাপতি ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদীর সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল(ডিআই) ময়মনসিংহ বিভাগের রিজওয়াল জোনের কর্মকর্তা নার্গিস আক্তার।

 

 

 

 

 

 

 

মাল্টিপার্টি অ্যাডভোকসি ফোরাম এমএএফ এর সাধারণ সম্পাদক ও জেলা যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক(প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি গোলাম মোস্তফা লাবু, টাঙ্গাইল জেলা সুজনের সাধারণ সম্পাদক তরুন ইউসুফ প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

ওই গোলটেবিল বৈঠকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

 

 

 

 

 

 

বৈঠকে টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের নাগরিকরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বর্তমানে টাঙ্গাইল শহরবাসীর হাজারো সমস্যার মধ্যে অন্যতম ৩টি গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করা হয়। সেগুলো হচ্ছে- যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনা। এসব সমস্যা সমাধানে নির্ধারিত কর্মপন্থা কীভাবে নানা কর্তৃপক্ষের মধ্যে অধিকার সমন্বয় করা যেতে পারে সে বিষয়ে দিক-নির্দেশনামূলক পরামর্শ এবং মতামত প্রদান করা হয়।

 

 

 

 

 

 

 

মাল্টিপার্টি অ্যাডভোকসি ফোরাম এমএএফ হচ্ছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী প্ল্যাটফরম। এ প্ল্যাটফরমের সদস্যরা জনগনের বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকসির মাধ্যমে সমাধানে একসাথে কাজ করছে। অনুষ্ঠানটি যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালিত বি-স্পেইস প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়