আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ৯:৪৯
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে তিন ক্যাটাগরিতে চারজনকে একুশে সম্মননা প্রদান

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একুশের চেতনায় শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি এই তিন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার কৃতি পুরুষকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। পরে চার কৃতি পুরুষকে সম্মননা স্মারক প্রদান করা হয়। তাদের পরিবারের সদস্যরা ওই সম্মাননা স্মারক গ্রহন করেন। সম্মননা স্মারকপ্রাপ্তরা হচ্ছেন, সমাজসেবা ও রাজনীতিতে জালাল উদ্দিন আহমেদ (মরণোত্তর), শিক্ষায় (মরণোত্তর) মো. আমীর খসরু ও (মরণোত্তর) জওশন খান এবং রাজনীতিতে (মরণোত্তর) ফজলুল করিম মিঠু। এসময় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়