দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ (৫ম পর্যায়) কর্মসূচির আওতায় তিন দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা শিশু অ্যাকাডেমি প্রাঙ্গনে বুধবার(২৭ নভেম্বর) সকালে মেলার উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি।
https://youtu.be/p1eZTxqd0yc
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সেলিম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ।
