দৃষ্টি নিউজ:

‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই স্লোগানে বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) টাঙ্গাইলে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসন মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ প্রমুখ। এসময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
