দৃষ্টি নিউজ:

‘মঞ্চের আলোয় দেখি জীবনের রূপ, নাটক দেখুন, নাট্য চর্চাকে উৎসাহিত করুন’ স্লোগানে অভিনয়কে জীবনের মাঝে রেখে মুক্তিযুদ্ধের চেতনাধারী নাট্যপ্রেমীর সমন্বয়ে ‘থিয়েটার-৭১’ নামে নতুন নাট্য সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (১৮ মার্চ) করোনেশন ড্রামাটিক ক্লাবের(সিডিসি) নাট্যমঞ্চ কক্ষে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক লালকে সভাপতি ও সুমন মেহেদীকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
থিয়েটার-৭১’র কার্যকরী কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি রনজিৎ কুমার রায় ও আলী হাসান, যুগ্ম-সম্পাদক এএম আনিসুজ্জামান ও পরিতোষ কর্মকার, কোষাধ্যক্ষ ডা. হরিমোহন সরকার, নাট্য সম্পাদক মোস্তাফিজুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ আহমেদ বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল আলম চপল, দপ্তর সম্পাদক শংকর পাল।
কমিটির নির্বাহী সদস্যরা হচ্ছেন- রতন দত্ত, দেবাশীষ দেব, তরুণ ইউসুফ, অনিক রহমান বুলবুল, শেখ রওশন আলম নিক্সন, বীর মুক্তিযোদ্ধা শাহ মো. ইছরাইল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তুলসী দাস, সাম্য রহমান, মোজাম্মেল হক, নাসরিন রহমান ও অর্পনা চৌধুরী।