
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন ও সেনেটারী টিউবওয়েল মিস্ত্রি সমিতির সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
টাঙ্গাইল জেলা সদরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার(১৬ এপ্রিল) দুপুরে দর্জি শ্রমিক ইউনিয়নের ১৫০ জন ও সেনেটারী টিউবওয়েল মিস্ত্রি সমিতির ১১৫ জন সদস্যের মাঝে দুর্যোগকালীন ত্রাণ হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসনের নেজারত শাখার নাজির মো. জয়নাল আবেদীন খান, সহকারী নাজির মো. সিরাজুল ইসলাম, টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাহমুদুর রহমান খান
(বিপ্লব), বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন রাসেল, জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লাল মিয়া, সেনেটারী টিউবওয়েল মিস্ত্রি সমিতির সভাপতি মো. ফরহাদ মোল্লা, সাধারণ সম্পাদক মালেক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।