দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার(৬ জানুয়ারি) মাদ্রাসার শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইল শহরের ৯নং ওয়ার্ডের কচুয়াডাঙ্গা এয়ারপোর্ট এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এবং সদর উপজেলার মাহমুদ নগর ও ছিলিমপুর ইউনিয়নের তিনটি গ্রামে ৩০০ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী ছাত্র-ছাত্রীদের হাত খরচের জমানো টাকায় কেনা ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল সদরের সন্তোষ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোশারফ হোসেন,
দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিনারুল ইসলাম, সহ-সভাপতি আমি খান এবং সহ-সভাপতি ফুলের কানিজ ফাতেমা মিম, প্রতিষ্ঠাতা মহাসচিব মো. হাবিবুর রহমান হাবিব, যুগ্ম- মহাসচিব রোহিত সাহা প্রাপ্ত, সাংগঠনিক সম্পাদক তিলোত্তমা খান,
কোষাধ্যক্ষ নিলয় সাহা, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান রোমান, আকাশ, মুন্নি, পাপ্পু সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
