দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বরেণ্য চিত্রশিল্পী ইসমাইল হোসেন সেলিমের দুইদিন ব্যাপী একক চিত্র প্রদর্শনী চলছে। শুক্রবার(২৫ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল সংগ্রহশালার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর অধিকারী চিত্রশিল্পী আরএ কাজল।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
টাঙ্গাইল এনজিও ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল সংগ্রহশালার সদস্য সচিব মির্জা মাসুদ রুবল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ষাটের দশকের অন্যতম কবি বুলবুল খান মাহবুব।দ্ইু ব্যাপী এ চিত্র প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। প্রদর্শনীতে প্রায় শিল্পীর শতাধিক ছবি স্থান পেয়েছে।