আজ- বৃহস্পতিবার | ২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১ | দুপুর ১:৪৯
২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১
২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে ২৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ রোড অথরিটির(বিআরটিএ) প্রদত্ত দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থের চেক তুলে দেন, জেলা প্রশাসক শরীফা হক।

 

 

 

 

 

 

 

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন, মোটরযান পরিদর্শক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

বিআরটিএ সূত্র জানায়, গত বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও একজন আহতের পরিবারকে মোট ২৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এরমধ্যে নিহতদের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতের পরিবারকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

 

 

 

 

 

 

 

 

সহায়তার চেক পাওয়া ব্যক্তিরা হচ্ছেন- রাজিয়া সুলতানা, মো. শফিকুল ইসলাম, মোছা. সাজেদা, মো. হাবিবুর রহমান মিয়া ও সালমা বেগম।

 

 

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়