দৃষ্টি নিউজ:

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও শনিবার(২৪ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ পূজা ম-পে উপস্থিত হন। ঢাক-ঢোল-শঙ্খ ও কাঁসর বাদ্যে ধূপ-প্রদীপ জ্বালিয়ে পূজা-অর্চনায় অংশ নেন।
https://youtu.be/pm3Dh66AFiY
এ সময় ভক্তরা করোনা ভাইরাস সহ সকল অশুভ শক্তি থেকে মুক্তি লাভের আশায় দেবী দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি অর্পন করে। করোনার কারণে এবার টাঙ্গাইলের কোথাও কুমারী পূজা অনুষ্ঠিত হয়নি।
