দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(২ মার্চ) সকাল ১০টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরে আলোচনাসভা ও র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় অংশ নেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি ও করটিয়া সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল হক মাসুদ, দ্য নিউএইজের প্রতিনিধি হাবিব খান, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মো. মামুনুর
রহমান মিয়া, বর্তমান পত্রিকার প্রতিনিধি এসএম আওয়াল মিয়া, জিটিভি’র প্রতিনিধি মহিউদ্দিন সুমন সহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।