আজ- বুধবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১ | সন্ধ্যা ৭:১৫
১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১
১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে সকল ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা পুলিশের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) সকালে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে ওই সম্প্রীতি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরফুডিদ্দন।

 

 

 

 

 

 

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. শফিকুল ইসলাম রিপন, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাধন চন্দ্র চক্রবর্তী, জেলা পুজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্ত রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ, টাঙ্গাইল জেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেৎরা, হিন্দু ধর্মীয় কল্যাণ বোর্ডের ট্রাস্টি শ্যামল হোড় প্রমুখ।

 

 

 

 

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে বিশ্বাসী। তাই এ দেশে আমরা শান্তি কামনা করি। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যারা গুজব ছড়ানোর চেষ্টা করে, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

 

 

 

 

 

এরআগে একটি সম্প্রীতি র‌্যালি জেলা সদরের হেলিপ্যাড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশের মাল্টিপারপাস শেডে সমাবেশে যোগ দেয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়