দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে বাসাইলে ৬জন, মধুপুরে ৩ জন, টাঙ্গাইল সদর ও কালিহাতীতে দুইজন করে, নাগরপুর, মির্জাপুর ও ঘাটাইলে একজন করে ব্যক্তি রয়েছেন। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানাগেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, মঙ্গলবার(১৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা তিন হাজার ৬৩১ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬১জন।
আরোগ্য লাভ করেছেন তিন হাজার ৩৫৪ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২৪ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২৩ হাজার ৭৩৪ জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে মাস্ক পড়ার পরামর্শ দেন তিনি।
