আজ- রবিবার | ১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৬:১৬
১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২
১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে নতুন ৫০ ডেঙ্গু রোগী শনাক্ত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোববার(১৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত এ নিয়ে জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা মোট ৯৭৯ জন। আক্রান্তরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।


জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১ জন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ১৯ জন, নাগরপুরে ৯ জন, কালিহাতীতে ৩ জন, মধুপুরে ৪ জন এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।


টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছে একজন। সুস্থ হয়েছেন ৮২৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন রোগী।


তিনি আরও জানান, টাঙ্গাইল জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন রাখারার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়