দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারের ব্যক্তিগত উদ্যোগে করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া ট্রাক শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৪ মে) সকালে শহরের নগর জালফৈ ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শতাধিক শ্রমিকের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, স্থানীয় ট্রাক শ্রমিক
ইউনিয়নের সভাপতি মো. কোরবান আলী, সাধারণ সম্পাদক সোবহান মিয়া, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র মাহমুদা বেগম জেবু, কাউন্সিলর মো. রুবেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু ও এক লিটার তেল দেওয়া হয়।