দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মামুন সিকদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ান(র্যাব-১৪)। বুধবার(১৩ নভেম্বর) রাতে উপজেলার ধুলটিয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া গ্রামের ফজল সিকদারের ছেলে মামুন সিকদার(৪১), একই গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে মমিতুল ইসলাম প্রমি(৩০) ও ঢেলি করটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাব্বির।
র্যাব-১৪ জানায়, গত ৪ আগস্ট সকালে টাঙ্গাইল শহরের বটতলায় বৈষম্যবিরোধী আন্দোলনে দুস্কৃতিকারীরা ছাত্র-জনতার উপর হামলা করে। এতে মিছিলে অংশগ্রহণকারী লতিফ মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। ওই ঘটনায় লতিফ মিয়া বাদি হয়ে গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় একটি নাশকতা মামলা(নং-১৮) দায়ের করেন।
মামলা দায়ের করার পর র্যাব-১৪’র সিপিপি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি টিম বুধবার রাতে সদর উপজেলার ধুলুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।