আজ- বুধবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১ | রাত ৮:৪২
১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১
১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রলীগ। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে মিছিল বের করে। মিছিলটি নিরালার মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলু রোড দিয়ে চলে যায়। এর আগে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা।

 

 

 

 

 

প্রত্যক্ষদর্শিরা জানায়, শনিবার সকালে হঠাৎ করেই ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসে। তবে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। ছাত্রলীগের এমন কর্মসূচিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীর আহমেদ জানান, খবর পেয়ে পুরো শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সংগঠনের কাউকেই পাওয়া যায়নি। এমনকি তাদের কোথাও দাঁড়ানোর সুযোগ নেই। এ বিষয়ে পুলিশি তৎপরতা চলমান রয়েছে।

 

 

 

 

 

প্রকাশ, ২০২৪ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম সরকারি নির্দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সংগঠনটি কোনো কর্মসূচি পালন করতে পারছিল না। সম্প্রতি ছাত্রলীগ খানিকটা মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। কিন্তু সেটিও ঠিকঠাক হচ্ছে না।

 

 

 

 

মসজিদ-হাসপাতালের ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ আবার ফিরবে’ লিখে প্রচার ছাড়া এতদিন কিছুই করতে পারছিল না নিষিদ্ধ সংগঠনটি। হঠাৎ নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নানা সমালোচনার জন্ম দিয়েছে।

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়