আজ- বুধবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১ | রাত ৮:২৪
১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১
১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় সমন্বয়ক আহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের ৯-১০ কর্মীর সন্ত্রাসী হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি(সমন্বয়ক) শেখ ফরাস আহত হয়েছেন। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার(২০ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সন্ত্রাসী হামলায় আহত হওয়ার বর্ণনা দেন সমন্বয়ক শেখ ফরাস।

 

 

 

 

 

টাঙ্গাইল প্রেসক্লাব অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি(সমন্বয়ক) শেখ ফরাস লিখিত বক্তব্যে জানান, রোববার(১৯ জানুয়ারি) রাতে শহরের আকুর টাকুরপাড়ার ওয়াফেল টাইমের সামনে হামলার ঘটনা ঘটে।

 

 

 

 

 

তিনি জানান, রোববার রাতে সমন্বয়ক শেখ ফরাস ও সিয়াম আকুর টাকুর পাড়াস্থ ওয়াফেল টাইমের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের কর্মী শিশির খান, আরিয়ান ইসলাম, হাসিব, ইনান, মুমিন সহ অজ্ঞাত আরও ৪-৫ জন এসে তাদের সেখান থেকে সরে যেতে বলে। অস্বীকৃতি জানালে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সমন্বয়কদ্বয় তাদেরকে গালিগালাজ না করার অনুরোধ করেন।

 

 

 

 

 

 

 

 

 

এতে ক্ষিপ্ত হয়ে তারা সমন্বয়কদের উপর চড়াও হয়ে কিল ঘুষি মারতে থাকে। পরে সন্ত্রাসী শিশির খান ইট দিয়ে হত্যার উদ্দেশ্যে শেখ ফরাসের মাথায় আঘাতের চেষ্টা করে। এ ঘটনায় হামলার শিকার সমন্বয়ক শেখ ফরাস বাদি হয়ে রোববার রাতেই টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ চিহ্নিত ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করছেনা।

 

 

 

 

 

 

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ ফরাস জানান, হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। তিনি অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

 

 

 

 

 

 

ওই সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি(সমন্বয়ক) আল আমিন, মনিরুল ইসলাম, সেজান, জাবেদ, ফারদিন, আবির, সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানবীর আহমেদ জানান, ওই ঘটনায় দায়েরকৃত মামলা এফআইআর হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের দ্রুততম সময়ের মধে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়