আজ- শুক্রবার | ২৪ জানুয়ারি, ২০২৫
১০ মাঘ, ১৪৩১ | রাত ১২:১৪
২৪ জানুয়ারি, ২০২৫
১০ মাঘ, ১৪৩১
২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ, ১৪৩১

টাঙ্গাইলে নৌকার মাঝি হলেন যারা

দৃষ্টি নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ৮টি আসনে নৌকার মাঝিদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। এদিকে এ জেলার চারটি আসনে নৌকার নতুন মুখ রয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।


এবার টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৪টি আসনে বর্তমান এমপিদের কপাল পুড়েছে। সরকারি গোয়েন্দা (ডিএসবি ও এনএসআই) সংস্থা সহ একাধিক গোপন চূড়ান্ত জরিপ শেষে শেখ হাসিনা দলীয় মনোনয়ন প্রত্যাশিদের তালিকা তৈরি করেন।


জেলায় এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যারা পেয়েছেনতোরা হচ্ছেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।


এবার দিয়ে তিনি টানা পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন। ২০০১ সালে ডক্টর আব্দুর রাজ্জাক এই আসনে বিজয়ী হওয়ার পর থেকে আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।


টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এবার দ্বিতীয় বারের মতো দলের মনোনয়ন পেয়েছেন।


টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রথম বারের মতো দলের মনোনয়ন পেয়েছেন। এ আসনে বর্তমান এমপি আতাউর রহমান খানের এবার কপাল পুড়েছে।


টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বর্তমান সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন পেয়েছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।


টাঙ্গাইল-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেনও দলীয় মনোনয়ন পাননি। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।


টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু তৃতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।


টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভ।


টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) দলীয় মনোনয়ন পাননি। এ আসন দলীয় মনোনয়ন পেয়েছেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়