দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার(৩০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে টাঙ্গাইল জেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ সর্বস্তরের মুসল্লীদের অংশ গ্রহনে জশনে জুলুছে শোভাযাত্রা বের করা হয়।
এছাড়া ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকল মসজিদে বিশেষ ইবাদত-বন্দেগি, মিলাদ ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।
বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
