দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে সোমবার(১৬ সেপ্টেম্বর) পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি ও হাজিবাগ দরবার শরীফের খাদেম আলহাজ অধ্যাপক মুহাম্মদ আব্দুল কদ্দুস খসরু। প্রধান অতিথি ছিলেন, ঢাকাস্থ ইসলামিয়া আরোগ্যসদনের মহাব্যবস্থাপক অধ্যক্ষ শাহ্ সুফী ডক্টর মুহাম্মদ আমীরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন, করটিয়া সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবীর আল কাদেরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন, গাউছিয়া কমিটির জেলা শাখার সভাপতি আলহাজ অধ্যক্ষ মো. আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন, ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহ্ সুফি মোহাম্মদ শাহ জালাল।
টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. আলী আশরাফ খান এবং গাউছিয়া কমিটির জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোর্শেদ আলম মাসুদের সঞ্চালনায় জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করেন, আলহাজ শাহ্ সুফি সাইফুল্লাহিল ক্বাতেয়ী, আলহাজ শাহ্ সুফি ক্বারী মাওলানা হাবিবুল্লাহ আল আহমাদী, আলহাজ¦ ডা. সৈয়দ শাহ্ ছাইদুল্লাহ কাদরী, শাহ্ হারুন-অর-রশিদ প্রমুখ।
এদিন দুপুরে জশনে জুলুছ (আনন্দ র্যালি) বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়ে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
অন্যদিকে, টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া প্রমুখ। পরে বিশ্বশান্তি কামনায় দোয়া করা হয়।