
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ পরিবেশ দিবস উপলক্ষে বুরো বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারি সংগঠন সবুজ পৃথিবীর আয়োজনে শুক্রবার(২১ জুন) বিকালে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুরো বাংলাদেশের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ। বুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নিরাপদ খাদ্য আন্দোলনের আজীবন সদস্য আলহাজ্ব মো. শাহজাহান চৌধুরী লিটন, বঙ্গবন্ধু সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন।
https://youtu.be/8GKIgnE5iiM
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য আন্দোলনের সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
