আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৫১

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন

 

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুত সেবা নিশ্চিতকরণের দুই দফা দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

সোমবার(৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।


মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জোয়াদ্দার, মো. আল মামুন, সহকারী জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।


বক্তরা বলেন, সারাদেশে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকতা-কর্মচারী দীর্ঘদিন যাবত নানা বৈষম্যের শিকার। তাদের দুই দফা দাবি বাস্তবায়ন করে সারাদেশের ৯ কোটি মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের দাবি জানান তারা। পরে মানববন্ধনকারীরা টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে তাদের দুই দফা বাস্তবায়নের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।


তাদের দাবি দুটি হচ্ছে- পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একত্রিকরণ এবং সমিতির সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno