দৃষ্টি ডেস্ক:
টাঙ্গাইলের সরকারি কৌঁশুলী (পিপি) আলমগীর খান মেনু এক প্রতিবাদ লিপিতে জানিয়েছেন, গত ১২ অক্টোবর দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘পিপি যখন আসামির প্রশ্রয়দাতা’ শিরোনামে প্রকাশিত সংবাদে উল্লেখিত আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার শুরু থেকে পিপি হিসেবে তিনি নেই। ওই সংবাদের তীব্র প্রতিবাদ করে তিনি জানান, ওই মামলাটি দায়রা আদালতেও নেই। মামলাটি বিচার ও সাক্ষীর জন্য যে আদালতে আছে, সেই আদালতে তাঁর কোন ভূমিকা নেই।
আলমগীর খান মেনু আরো জানান, গত ৬ সেপ্টেম্বর সাংসদ আমানুর রহমান খান আদালতে হাজিরা দিতে আসেন, ওইদিন অসুস্থতার কারণে তিনি আদালতে যাননি। তাই কারও সঙ্গে তাঁর দেখাও হয়নি। তিনি খোঁজ নিয়ে জেনেছেন, পুলিশ সদর দপ্তর থেকে এমন কোনো প্রতিবেদন পাঠানো হয়নি। -বিজ্ঞপ্তি।