দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তের জন্য পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব উদ্বোধন করা হয়েছে।
শনিবার(৫ সেপ্টেম্বর) ওই ল্যাবের উদ্বোধন করেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন।
পিসিআর ল্যাব উদ্বোধনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, শেখ হাসিনা
মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন মিঞা, জেনারেল হাসপাতালের পরিচালক ডা. সদর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই ল্যাবে প্রতিদিন ৯২ টি নমুনা পরীক্ষা করা যাবে।
