দৃষ্টি নিউজ:
রাজধানীর তেজগাঁও থানায় দায়েরকৃত মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএপির একাংশের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে। বুধবার(২৫ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা এসে সমবেত হয়। পরে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। পরে সেখানেই তারা সমাবেশ করে। সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি আহমেদুল হক সাতিল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। সভা পরিচালনা করেন, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শফি। বিক্ষোভ মিছিলে যুবদল, ছাত্রদল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।