আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | বিকাল ৫:৫৯
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

টাঙ্গাইলে পুলিশ সেবা সপ্তাহে পথসভা ও লিফলেট বিতরণ

দৃষ্টি নিউজ:


‘ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনা রোধে সহায়তা করুন’ এ প্রতিপাদ্যে টাঙ্গাইলে পুলিশ সেবা সপ্তাহ পালিত হচ্ছে। বুধবার(৩০ জানুয়ারি) টাঙ্গাইল ট্রাফিক পুলিশ শহরের পুরাতন বাসস্ট্যান্ড চত্তরে পথসভা ও লিফলেট বিতরণ করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. রফিকুল ইসলাম সরকার, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. এশরাজুল হক ও মো. জানে আলম ভূঞা, বাস কোচ মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদুর রহমান তাবিব, টাঙ্গাইল পৌরসভা কর্তৃক বৈধ লাইসেন্সপ্রাপ্ত গণপরিবহন মালিক চালক ঐক্য পরিষদের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব জামাল উদ্দিন, জেলা রিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সিহাব উদ্দিনসহ ট্রাফিক সার্জেন্টরা উপস্থিত ছিলেন। শেষে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পরিবহন চালক ও শ্রমিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়