দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ ফেব্রুয়ারি) সকালে একক আত্মমানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাছুম প্রধান। বিশেষ অতিথি ছিলেন, একক আত্মমানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল ওয়াহেদ, অর্থপরিচালক কাজল মাহমুদ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) টাঙ্গাইল সার্কেলের পরিচালক (ইঞ্জিন) আবু নাঈম, সদর কার্যালয়ের পরিচালক(ইঞ্জিন) লোকমান হোসেন মোল্লা, পুলিশ পরিদর্শক(প্রশাসন ও অর্থ) জানে আলম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন প্রমুখ।
কর্মশালায় শতাধিক পেশাদার চালক অংশগ্রহণ করেন।
